দখলদারিত্ব বন্ধের দাবিতে ইসরায়েলে বামপন্থীদের বিক্ষোভ

প্রকাশ | ২৮ মে ২০১৭, ১৮:১৮

অনলাইন ডেস্ক

ইসরায়েলের বামপন্থী দলের সমর্থকরা ফিলিস্তিনি ভূখণ্ডে ৫০ বছর ধরে চলা দখলদারিত্ব বন্ধে বিক্ষোভ করেছেন। বিরোধী দল লেবার পার্টির নেতৃত্বে পার্টির প্রধান ইসাক হারজং ওই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধ শেষে ইসরায়েল বেশ বড় একটি এলাকা দখল করে নেয়। এ দখলদারিত্বের ৫০ বছর পূর্তিতে শনিবার তেল আবিবে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেন বামপন্থীরা।

এ বিক্ষোভে প্রায় ১৫ হাজার ইসরায়েলি যোগ দেন বলে জানা গেছে।

ছয় দিনের যুদ্ধে ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননের একটা বড় অংশ দখল করে নেয় ইসরায়েল। পরে সিরিয়া ও লেবাননের দখল করা জায়গা আংশিক ফেরত দিলেও ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়েনি। পরবর্তীতে নানাভাবে সে এলাকা আরও বৃদ্ধি করা হয়েছে।

এখন প্রায় ৪ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী পশ্চিম তীরের দখল করা ভূখণ্ডে বাস করেন। জাতিসংঘ এ এলাকাকে অবৈধ ঘোষণা করলেও ইসরায়েলি সরকার সেসব স্থানে দখলদারিত্ব বজায় রেখেছে।