সেনাবাহিনীর সঙ্গে আল কায়েদার সংঘর্ষ: নিহত ২৭

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩০

অনলাইন ডেস্ক

ইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে আল কায়েদা জঙ্গিদের লড়াইয়ে ৮ সেনা সদস্যসহ ২৭ জন নিহত হয়েছে। জঙ্গিগোষ্ঠীটির একটি ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযানে চালাতে গেলে এ লড়াই হয়। এতে ১৯ জঙ্গি নিহত হয়েছে। ইয়েমেনের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডলইস্ট আই।

ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশের গভর্নর জেনারেল ফারাজ আল বাহসানি ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, মুকাল্লার পশ্চিমের মেসিনি ভ্যালির নিয়ন্ত্রণ নিয়েছে সরকার।

বাহরাইন সংবাদসংস্থার খবরে বলা হয়, দক্ষিণ ইয়েমেনে আল কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মেসিনি শহরে ঢুকে পড়ে সেনাবাহিনী। তারা সেখানকার ‍পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

২০১৫ সালে ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘর্ষে এখন পর্যন্ত ইয়েমেনে ৯ হাজার ২শ’র বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে আল কায়েদা ও আইএসের মতো জঙ্গি সংগঠনগুলো তাদের বিস্তার ঘটিয়েছে। তারা প্রায় সরকারি ও সামরিক বাহিনীর ওপর হামলা চালায়।