নাইজেরিয়ায় জ্বালানিবাহী গাড়িতে আগুন, নিহত ৯

প্রকাশ | ২৯ জুন ২০১৮, ১৪:২৪

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় একটি জ্বালানিবাহী তেলবাহী গাড়িতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির লাগোস শহরে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় তোলা কিছু ছবিতে গাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায়। এরপর তা চারদিকে ছড়িয়ে পড়ে।

বিবিসি জানায়, একটি ব্রিজে ওঠার সময় জ্বালানিবাহী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারানোয় তা পাশে পড়ে যায়। এর পর অন্য যানবাহনের সাথে ধাক্কা লাগে। এসসময় জ্বালানি তেল থেকে আগুন লেগে যায়।

এক পর্যায়ে বিস্ফোরণ ও আগুনে পাঁচটি বাসসহ অন্তত ৫০টি গাড়ি পুড়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা ছুটে যান।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের সুস্থতা কামনা করেছেন।
সাহস২৪.কম/আল মনসুর