গুজরাটে ১৮ বছরের নিচে মোবাইল নিষিদ্ধ

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ১৫:৪০

সাহস ডেস্ক

১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের ওপর মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ভারতের গুজরাটের মেহসানা অঞ্চলে।

গ্রাম প্রধান অঞ্জনাবেন প্যাটেলের এই নির্দেশ পালন করেন বাসিন্দারা। তিনি মনে করেন, নানা শারীরিক সমস্যার মূলে রয়েছে এই মোবাইল ফোন। এটি অতিরিক্ত ব্যবহারের ফলে তরুণদের মনে বিরক্তি, হতাশা তৈরি হয়। যা তাদের বাস্তব জীবন থেকে আলাদা করে দেয়।

এই সমস্যার সমাধানে মেহসানার লিচ গ্রামে ১৮ বছরের নিচে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের বৈঠকে বাসিন্দাদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেন গ্রাম প্রধান অঞ্জনাবেন প্যাটেল।

এই নিয়ম কার্যকর হওয়ার পর প্রথম দিকে সমস্যায় পড়েছিল কিশোর-কিশোরীরা। কিন্তু এখন তাদেরও অভ্যাস হয়ে গেছে। এমনকি এই গ্রামের অনেক প্রাপ্ত বয়স্ক লোকজনও মোবাইল ফোন ব্যবহার করেন না।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত