তুরস্ক-রাশিয়ার মধ্যে ভিসামুক্ত ভ্রমণ শুরু

প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ১২:০৬

তুরস্ক-রাশিয়ার মধ্যে ভিসামুক্ত ভ্রমণ শুরু হয়েছে। ভিসা ছাড়াই এই দুই দেশে প্রবেশ করতে পারবেন দেশ দুটির নাগরিক। এই পদ্ধতি চালু করেছে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অফিসিয়াল ও চাকরিজীবি ছাড়াও আন্দর্জাতিক চালকদের জন্যও এই পন্থা বৈধ। এর মধ্যে তুরস্কের বিশেষ পাসপোর্টধারীরাও রয়েছে।

ভিসা চুক্তি ২০১০ সালে করা হলেও ২০১৯ সালের ৭ আগস্ট আংশিক পুনঃআইন কার্যকর করা হয়েছে।

রাশিয়াতে ভিসামুক্ত ভ্রমণে তুরস্কের জনগণের সঙ্গে উষ্ণ সম্পর্ক হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এ ঘোষণার পর রাশিয়ার প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত