ইউক্রেনে যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত: রাশিয়াকে বাইডেন

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫০

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায় খুঁজছে। তবে একইসঙ্গে তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি। সোমবার (৩১ জানুয়ারি) ওভাল অফিসে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা আজ জাতিসংঘে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার প্রতি রাশিয়ার হুমকির সম্পূর্ণ প্রকৃতি তুলে ধরেছি। একই সঙ্গে আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক আদেশের মূল নীতিমালাও তুলে ধরেছি।

বাইডেন আরো বলেন, আমরা সংকট সমাধানের সর্বোত্তম উপায় হিসেবে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছি। কিন্তু রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ বাড়িয়ে চলেছে, তাই যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি। সূত্র: বাসস