ব্রাজিলে বন্যা-ভূমিধসে ৯৪ জনের মৃত্যু

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৮

সাহস ডেস্ক

ব্রাজিলের পেট্রোপলিসে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়েছে। এতে ৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

রাজধানী রিও ডি জেনিরো থেকে ৬৮ কিলোমিটার উত্তরে অবস্থিত পাহাড় ঘেরা মনোরম শহরটির রাস্তাঘাট মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রবল বৃষ্টিতে নদী’র রূপ নিয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে বাড়ি-ঘর।

বাড়ি-ঘর ধ্বংস হওয়ায় প্রায় তিন’শ লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি ছাড়াও এখনও নিখোঁজ রয়েছে ৩৫ জন। এদের অধিকাংশই পার্বত্য এলাকার বস্তির বাসিন্দা।

রাজ্য সরকার বলছে, অন্তত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো উদ্ধারের লক্ষ্যে উদ্ধারকারী দল কুকুর, খননযন্ত্র ও হেলিকপ্টারের সাহায্যে জরুরি ভিত্তিতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গভর্ণর ক্লাইডিও ক্যাস্ত্রো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসব এলাকাকে যুদ্ধ ক্ষেত্রের অনুরূপ বলে বর্ণনা করেন। জোর উদ্ধার তৎপরতা চালানোর জন্য উদ্ধারকারীদের প্রশংসা করেন তিনি।

এদিকে সিটি হল রাজ্যজুড়ে দুযোগপূর্ণ অবস্থা জারি করেছে। এছাড়া সিটি কর্তৃপক্ষ মৃতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত