ইউক্রেন সংকট: ৮৮টি এয়ারক্রাফট হারিয়েছে রাশিয়া

প্রকাশ | ০৬ মার্চ ২০২২, ১৫:১৮

অনলাইন ডেস্ক

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর বিমান ও হেলিকপ্টার মিলিয়ে এখন পর্যন্ত ৮৮টি এয়ারক্রাফট হারিয়েছে রাশিয়া। সেই সাথে বেশ কয়েকজন রাশিয়ান পাইলটকে আটকও করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে।

মাইকোলিয়াভ অঞ্চলে রাশিয়ার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। ইউক্রেনের সৈন্যদের প্রতিরোধ দেখে মনোবল হারিয়ে ফেলছে রাশিয়ার বাহিনী।

তবে ইউক্রেনের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি।