তুরস্কের বৈঠকে 'স্থায়ী যুদ্ধবিরতির' আশা করছেন এরদোয়ান

প্রকাশ | ০৯ মার্চ ২০২২, ১৯:৪২

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠকটি আনতালিয়ায় অনুষ্ঠিত হবে- তা একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ খুলে দেবে বলে আশা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এই প্রথম দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

তুরস্ক নেটো জোটের সদস্য হলেও রাশিয়া-ইউক্রেন সংকটে প্রেসিডেন্ট এরদোয়ান পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন এক ভূমিকা নিচ্ছেন।