রাশিয়ার বড় পরিকল্পনায় আটকা পড়েছে ছোটো শহর

প্রকাশ | ২৩ মার্চ ২০২২, ১৪:০৩ | আপডেট: ২৩ মার্চ ২০২২, ১৪:০৬

অনলাইন ডেস্ক

কৃষি শহর ভজনেসেনস্ক এবং এর একটি সেতুকে ঘিরে দুদিন ধরে ব্যাপক লড়াই হয়েছে। খবর-বিবিসির।

এখানে জয়ের মাধ্যমেই রাশিয়ান বাহিনী দ্রুত কৃষ্ণসাগরের বড় বন্দর ওডেসা এবং একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে অগ্রসর হতে পারবে।

তবে ইউক্রেনের সেনারা তীব্র প্রতিরোধ তৈরি করেছে এবং তারা একটি ব্রিজ উড়িয়ে দেওয়ায় রাশিয়ানদের পিছু হটতে হয়েছে প্রায় একশ কিলোমিটার পর্যন্ত।

তবে ওই লড়াইয়ের তিন সপ্তাহ পর ভজনেসেনস্কের মেয়র আবারো রাশিয়ান হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। কারণ শহরটির যোদ্ধাদের হাতে পর্যাপ্ত অস্ত্র নেই।

তিনি বলেন শত্রুদের প্রতিরোধ করার মতো ভারী অস্ত্র তাদের হাতে আর নেই।