তালেবানি হামলায় নিহত ৭ পাকিস্তানি সেনা

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২২, ১৫:৫৩

অনলাইন ডেস্ক

পাকিস্তান-আফগান সীমান্তে আবারও পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলায় ৭ জন পাক সেনা নিহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৬ এপ্রিল) পাকিস্তানের খাইবার-পাখতুন এলাকার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাসী হামলায় দেশটির ৭ সেনা সদস্য নিহত হয়েছেন।

তালেবানের সঙ্গে উষ্ণ সম্পর্ক পাকিস্তান সেনাবাহিনীর, এমনটাই প্রচার হয়ে আসছে বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু আফগান সীমান্তবর্তী এলাকায় প্রায়ই হামলার মুখে পড়তে হয় পাকিস্তানি সেনাদের। তালেবানরা ক্ষমতায় আসার পরও সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলা চলছেই। হামলা শুরু হলে পাকিস্তানি সেনারাও হামলাকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন। আইএসপিআর জানিয়েছে, সেনাদের গুলিতে ৪ হামলাকারী নিহত হয়েছে।

পাকিস্তানের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার ঘটনায় নিহত সৈনিকদের সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘আমরা সন্ত্রাসবাদকে পরাজিত করতে থাকব এবং আমাদের ভূমিকে রক্ষা করব।’

সাহস২৪.কম/এসটি/এসকে.