আরব আমিরাতের প্রেসিডেন্ট আর নেই

প্রকাশ | ১৩ মে ২০২২, ২০:০৩

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাটস নিউজ এজেন্সির বরাতে শুক্রবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছে আরব নিউজ। তবে প্রেসিডেন্টের মৃত্যু কখন ও কীভাবে হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রেসিডেন্টের মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় পতাকা রাখা হবে অর্ধনমিত। তিনদিন বন্ধ থাকবে মন্ত্রণালয়সহ সব ধরনের অফিস আদালত।

প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৪৮ সালের ৭ সেপ্টেম্বর। পুরো নাম খলিফা বিন সুলতান বিন জায়েদ বিন খালিফা বিন সাখবউত বিন তায়েব বিন ইসা বিন নাহিয়ান বিন ফালাহ বিন ইয়াস। সংযুক্ত আরব আমিরাতের এ দ্বিতীয় প্রেসিডেন্ট ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে প্রেসিডেন্টের পাশাপাশি আবুধাবির শাসকের দায়িত্ব পালন করছিলেন।

সাহস২৪/এসটি/এসকে.