টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন মাস্ক

প্রকাশ : ১৪ মে ২০২২, ১৫:১৭

সাহস ডেস্ক

সপ্তাহ দুই না ঘুরতেই ইলন মাস্ক জানিয়েছেন, ৪৪ বিলিয়ন ডলারের টুইটার অধিগ্রহণ করার চুক্তি আপাতত স্থগিত করেছেন তিনি। মাস্ক বলেন, ‘ফেক অ্যাকাউন্ট ও স্প্যামের বিষয়ে কিছু হিসেব নিকেশের কারণে টুইটার চুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।’

মাস্কের এই ঘোষণার পর টুইটারের শেয়ারের দাম ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এক টুইটে ইলন মাস্ক বলেছেন, টুইটারে স্প্যাম বা জাল অ্যাকাউন্ট পাঁচ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এ চুক্তি স্থগিত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত