ভারতে নতুন রোগ 'টমেটো ফ্লু'

প্রকাশ : ২৫ মে ২০২২, ১৬:১৫

সাহস ডেস্ক

করোনা সংকট নিয়ন্ত্রণে না আসতেই বিশ্ববাসীকে নতুন শঙ্কায় ফেলে দিয়েছে মাঙ্কিপক্স। আর এরই মধ্যে ভারত থেকে পাওয়া গেলো নতুন এক দুঃসংবাদ। দেশটিতে টমেটো ফ্লু নামে নতুন এক সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ইতোমধ্যে দেশটির ওড়িশা প্রদেশে ২৬ শিশু আক্রান্তের খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত আক্রান্তদের অবস্থা উদ্বেগজন না হলেও নতুন এই রোগ নিয়ে চিন্তিত রাজ্য প্রশাসন।

মঙ্গলবার (২৫ মে) ওড়িশার চিকিৎসা গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, কস্কাকি নামক ভাইরাসের সংক্রমণে এই রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগটি মূলত ছোঁয়াচে। সাধারণভাবে জ্বর, গায়ে ব্যথা, মাথা যন্ত্রণা, গলা ব্যথা আর শরীরে পক্সের মতো ফোসকা দেখা দেয় এই রোগে আক্রান্ত হলে। ফোসকাগুলো সাধারণত দেখা যায় হাত, পা আর মুখের চারপাশে। তাই একে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলা হয়। সাধারণভাবে এই রোগে আক্রান্ত শিশুরা ৫-৭ দিনের মধ্যেই সেরে ওঠে। এ রোগে আক্রান্ত হলে শিশুদের বেশি করে তরল খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফোসকাগুলো কোনোভাবেই কাটাছেঁড়া করা যাবে না। আক্রান্ত রোগীর পোশাক, থালাবাটি ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। যাতে এটি অন্য কারও শরীরে ছড়িয়ে পড়তে না পারে। এক্ষেত্রে উষ্ণ গরম পানিতে গোসল করা ভালো বলে মনে করছেন অনেকেই। যথাযথ বিশ্রাম এবং স্বাস্থ্যবিধি মানার পরামর্শও দেওয়া হয়। এ ফ্লুর উপরে নজর রাখতে ২৪ জনের একটি টিম গঠন করেছে কেরালা সরকার। কর্ণাটকেও রাজ্য সরকার কেরালা থেকে আগত মানুষজনের উপরে নজরদারির নির্দেশনা দিয়েছে।

সাহস২৪.কম/এআর/এসটি/এসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত