যুদ্ধের ১০০ দিনে রাশিয়ার জ্বালানি রপ্তানি আয় ৯৮ বিলিয়ন ডলার

প্রকাশ : ১৩ জুন ২০২২, ১৭:২৭

সাহস ডেস্ক

ক্রেমলিনকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে পশ্চিমাদের সাথে মস্কোর সব ধরনের বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্নের দাবি জানিয়ে আসছে কিয়েভ। তবে বাস্তবতার ক্ষেত্রে তা পুরোপুরি উল্টো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১০০তম দিন পর্যন্ত রাশিয়া জীবাশ্মভিত্তিক জ্বালানি রপ্তানি থেকে ৯৮ বিলিয়ন ডলার আয় করেছে। রাশিয়ার এই জ্বালানি রপ্তানির বেশিরভাগ অংশই গেছে ইউরোপে। সোমবার (১৩ জুন) ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) সমীক্ষার বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সিআরইএর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ১০০ দিনের মধ্যে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ৬১ শতাংশ গেছে ইউরোপে। যার আর্থিক মূল্য প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার (৫৭ বিলিয়ন ইউরো)। সার্বিকভাবে, আমদানিকারক দেশ গুলোর মধ্যে শীর্ষ স্থানগুলোতে আছে চীন (১৩ দশমিক ২ বিলিয়ন), জার্মানি (১২ দশমিক ৭ বিলিয়ন), ইতালি (৮ দশমিক ২ বিলিয়ন), নেদারল্যান্ডস (৮ দশমিক ৪ বিলিয়ন), তুরস্ক (৭ বিলিয়ন), পোল্যান্ড (৪ দশমিক ৬ বিলিয়ন) এবং ভারত (৩ দশমিক ৬ বিলিয়ন)।

রাশিয়ার জীবাশ্ম ভিত্তিক জ্বালানি থেকে পাওয়া রাজস্ব আসে মূলত ক্রুড (অপরিশোধিত) তেল বিক্রি করে। এই খাত থেকে ৪৮ দশমিক ২ বিলিয়ন ডলার এসেছে। এরপরেই আছে পাইপলাইনের মাধ্যমে পাঠানো গ্যাস (২৫ দশমিক ১ বিলিয়ন), তেলজাত পণ্য (১৩ দশমিক ৬ বিলিয়ন), এলএনজি (৫ দশমিক ৩ বিলিয়ন) এবং কয়লা (৪ দশমিক ৮ বিলিয়ন)। সিআরইএ'র বিশ্লেষক লরি মিলিভির্তা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।’

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত