ভারতের মণিপুরে ভূমিধস, নিহত বেড়ে ৪২

প্রকাশ | ০৪ জুলাই ২০২২, ১৪:২০

অনলাইন ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ব্যাপক ভূমিধসে গত দুই দিনে প্রায় ১৮টি মৃতদেহ উদ্ধারসহ মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতের ননি জেলার একটি নির্মাণাধীন মেট্রো রেলওয়ে সাইটের কাছে টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে বুধবার গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। টেরিটোরিয়াল আর্মি হলো ভারতীয় সেনাবাহিনীর একটি স্বেচ্ছাসেবী সংরক্ষিত বাহিনী। ডিফেন্সের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন সেনা জওয়ান এবং স্থানীয় ও নির্মাণ শ্রমিকসহ ১৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

জানা যায়, এখনও পর্যন্ত প্রায় ২০ জনের মতো নিখোঁজ রয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক। মুখপাত্র বলেছেন, ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনী ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। জুন থেকে সেপ্টেম্বরের বর্ষাকালে ভূমিধস এবং বন্যা উত্তর ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে একটি সাধারণ বিষয়। ভারী মৌসুমী বৃষ্টি ভারতের কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে স্থানীয় প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত ঘটার কারণও বলছেন অনেকে।

সাহস২৪.কম/এসটি/এএম/এসকে.