একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত ৬ লাখ ১৬ হাজার

প্রকাশ | ৩১ আগস্ট ২০২২, ১১:৪৪

আন্তর্জাতিক ডেস্ক
ছবি : করোনা আক্রান্ত ব্যাক্তির মৃতদেহ।

বিশ্ব নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বে একদিনে ছয় লাখ ১৬ হাজার ৩১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ৭৭৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৮৯ হাজার ৮৫৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ১৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৯ হাজার ৭৪৮ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ২১ হাজার ১৬২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৮২৯ জনে।

এদিকে, মালয়েশিয়া সোমবার মধ্যরাত পর্যন্ত এক হাজার ৯৪৬ জন নতুন করোনা সংক্রমণের খবর দিয়েছে, এই নিয়ে মোট  আক্রান্তে সংখ্যা ৪৭ লাখ ৭৮ হাজার ১৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া আরও আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মৃতের সংখ্যা ৩৬ ঞাজার ২০৬এ পৌঁছেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। এই সময়ে নতুন ১৭২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১১ হাজার ৭৩২ জনে পৌঁছেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার চার দশমিক আট শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৬২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ।

সাহস২৪.কম/এসএস