যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ১৭:৩৬

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করলেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। মঙ্গলবার (২৫ অক্টোবর) সুনাক প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন। ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেসে নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী সুনাক।

এদিন স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হতে বাকিংহাম প্যালেসে যান ঋষি সুনাক। সেখানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার বৈঠক হয়। এরপর ব্রিটিশ রাজা চার্লস ঋষি সুনাককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। বাকিংহাম প্যালেসে রাজার কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণও পান কনজারভেটিভ পার্টির এই নেতা।

এর মধ্য দিয়ে লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হলেন বরিস জনসন সরকারের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক।

অবিলম্বে তিনি একটি মন্ত্রিসভা গঠন করবেন এবং মন্দার দিকে ধাবিত অর্থনীতিকে পুনরুদ্ধারে অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে। এই বছর তৃতীয় কনজারভেটিভ প্রধানমন্ত্রী হিসেবে তিনি শাসক দলকে একত্র করার চেষ্টা করবেন।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত