বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৬৩ কোটি ৬২ লাখ ছাড়াল

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২২, ১৪:১৩

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৬২ লাখ অতিক্রম করেছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৫৯ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৯৭ হাজার ৩৭৯ জনে পৌঁছেছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ৯৩২ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯৬ হাজার ৭০০জন। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বুধবার পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৫৫ হাজার ৮২৮ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৪৫২ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সাহস২৪.কম/এসএস