নেপালে বিধ্বস্ত বিমানে নিহতের সংখ্যা বেড়ে ৬৮

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৪:৪৩

নিজস্ব প্রতিবেদক

নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইনসের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। বিমান থেকে এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

তবে নিহতদের নাম কিংবা পরিচয় এখনো জানানো হয়নি। বিবিসি জানিয়েছে, বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ইয়েতি এয়ারলাইনসের ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, পুরনো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়েছে বিমানটি।

এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং বিমানবন্দরটির প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। নেপালের অন্তত ২০০ সেনা সদস্য যোগ দিয়েছেন উদ্ধারকাজে।  

দুর্ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সূত্র : বিবিসি

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত