নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করল কাতার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ১৮:৪৮

সাহস ডেস্ক

কাতারের শীর্ষ কূটনীতিক সাবেক পরররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানিকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ শপথ নিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি। রাষ্ট্রীয় বার্তাসংস্থার প্রতিবেদনে বিস্তারিত তেমন কিছু জানানো হয়নি, তবে বলা হয়েছে— নতুন প্রধানমন্ত্রীকে মন্ত্রীসভা পুনর্গঠন করার এক্তিয়ার দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদেলআজিজ আল থানি পদত্যাগ করেন।

শেখ মোহাম্মদ ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তিনি কাতারের একটি পরিচিত মুখ। শেখ মোহাম্মদ ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সাড়ে তিন বছর সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিশরের অবরোধকালে তিনি দেশকে পথ দেখান। পরে ২০২০ সালের জানুয়ারিতে আমিরি দিওয়ানের প্রধান হলে শেখ খালিদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

আমিরের কার্যালয় শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। ২০২১ সালে কাতারে দুই তৃতীয়াংশ অ্যাডভাইজরি শুরা কাউন্সিলের জন্য সর্বপ্রথম আইন পরিষদের নির্বাচন হয়।

তেল-গ্যাসে সমৃদ্ধ কাতার বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। দেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কাতারের সার্বভৌম বিনিয়োগ তহবিলেরও প্রধান ছিলেন শেখ মোহাম্মদ। মঙ্গলবার এই তহবিলের নতুন চেয়ারম্যান হিসেবে কাতারের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর শেখ বন্দর বিন মোহাম্মদ বিন সৌদ আল থানির নাম ঘোষণা করেছেন আমির।

সাহস২৪.কম/এআর/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত