রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন ইউক্রেন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৪:০২

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে বৃহস্পতিবার (৯ মার্চ) দেশটির খারকিভ ও ওডেসায় চালানো হয় এ হামলা। এতে ইউক্রেনের অনেক এলাকার মানুষদের থাকতে হচ্ছে অন্ধকারে।

ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিকট শব্দে কেঁপে উঠেছে রাজধানী কিয়েভ। ওডেসা গভর্নর মাকসেম মার্চেঙ্কো বলেছেন, রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে। এতে করে ওই অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিমানবিধ্বংসী ইউনিট কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আরও হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করেন গভর্নর মার্চেঙ্কো।

খারকিভের গভর্নর ওলেহ সায়নেহুবোভ জানিয়েছেন, এ অঞ্চলে ১৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এছাড়া দিনিপ্রোর প্রাণকেন্দ্র এবং যুদ্ধের সম্মুখভাগ থেকে কয়েকশ কিলোমিটার দূরের লুৎস্ক এব লিভনে শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

সাহস২৪.কম/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত