গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই ইউক্রেনে পুতিন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৩:২৪

আন্তর্জাতিক ডেস্ক

দখলের ৯ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপ সফরে যান। সেখানে দ্বীপটির সবচেয়ে বড় শহর সেভাস্তোপোল সফর করেন। তবে এবার খবর বের হয়েছে পুতিন ইউক্রেনের দখলকৃত অঞ্চল মারিউপোলেও গেছেন। রবিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন হেলিকপ্টারে করে মারিউপোলে ঢোকেন। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরেন। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন।

তবে পুতিন যে মারিউপোল যাবেন এমন কোনো কিছু আগে জানানো হয়নি। বার্তা সংস্থা তাস নিউজ তার এ অঘোষিত সফরের কথা জানায়।

২০২২ সালের মে মাসে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে মারিউপোল দখল করে রাশিয়া। এরপর থেকেই কৃষ্ণ সাগরীয় এ অঞ্চলটির নিয়ন্ত্রণ রাশিয়ার দখলে রয়েছে। এছাড়া এ শহরের লড়াই নিয়ে প্রাণ হারান প্রায় ২০ হাজার মানুষ। বর্তমানে শহরটি পুননির্মাণের কাজ করছে রাশিয়া।

এদিকে ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর একদিন পর শনিবার পুতিন ক্রিমিয়া উপদ্বীপে যান।

সাহস২৪.কম/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত