যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত অন্তত ২৩

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ১৮:৪২

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৪ মার্চ) রাতে দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যে এ তাণ্ডব চালিয়েছে টর্নেডো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে ওই টর্নেডো। এসব এলাকায় অনেক গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। যে কারণে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছেন।

পশ্চিম মিসিসিপির ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা বলেছেন, টর্নেডোর আঘাতে তাদের বাড়ির পেছনের জানালা উড়িয়ে নিয়ে গেছে। ওই এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

এদিকে, দেশটির দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি রাজ্য শক্তিশালী ঝড় আঘাত হানার শঙ্কায় রয়েছে। মিসিসিপির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ব্র্যান্ডি শোয়াহ সিএনএন কে বলেছেন, আমি কখনও এমন টর্নেডো দেখিনি... এটা খুব ছোট শহর এবং শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে।

কর্নেল নাইট নামের অপর এক বাসিন্দা মার্কিন বার্তা সংস্থা এপিকে জানান, স্ত্রী এবং তিন বছর বয়সী মেয়েকে নিয়ে রোলিং ফর্কের এক আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি। টর্নেডো আঘাত হানার ঠিক আগেও শহরটি বেশ শান্ত ছিল। টর্নেডো আঘাত হানার মুহূর্তের পরিস্থিতি বর্ণনায় তিনি বলেন, ‘আকাশ একেবারে অন্ধকারাচ্ছন্ন ছিল। ওই সময় প্রতিটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে।’

তিনি বলেন, ‘টর্নেডো তার এক স্বজনের বাড়িতে আঘাত হেনেছে। এতে ওই বাড়ির দেয়াল ধসে ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন। মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটারে বলেছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা প্রদান করছে।’

সাহস২৪.কম/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত