আরও ১৪ দিনের রিমান্ডে ইমরান খান

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২০

সাহস ডেস্ক
ফাইল ছবি

সাইফার বা গোপন তারবার্তার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির আরও ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। ফলে আগামী ১০ আক্টোবর পর্যন্ত রিমান্ডে থাকছেন এ দুই নেতা।

সাইফার মামলাটি একটি কূটনৈতিক নথির সাথে সম্পর্কিত যা ইমরানের দখল থেকে হারিয়ে গেছে বলে জানা গেছে। পিটিআই অভিযোগ করেছে যে এতে ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের হুমকি রয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এটক কারাগারে অনুষ্ঠিত ইন-ক্যামেরা শুনানিতে সভাপতিত্ব করেন। শুনানির সময় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) দলের পাশাপাশি ইমরানের আইনজীবী সালমান সফদার এবং উমায়ের নিয়াজি উপস্থিত ছিলেন। পিটিআই প্রধানের কৌঁসুলি নাঈম হায়দার পাঞ্জোথা এবং লতিফ খোসাও শুনানিতে অংশ নিয়েছিলেন। শুনানির আগে কারাগারের বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী , নিরাপত্তাজনিত কারণে ইমরানের বিশেষ আদালতের কার্যক্রম অ্যাটক কারাগারে অনুষ্ঠিত হচ্ছে। 

এর আগে এই মামলায় গত ৩০ আগস্ট ইমরান খানের রিমান্ড ১৪ দিন বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। পরে কুরেশির সঙ্গে আবারও বাড়িয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। চলতি মাসের শুরুর দিকে স্পেশাল কোর্ট উভয় নেতার জামিনের আবেদন খারিজ করে দেন।পরে, ইমরান গ্রেফতার-পরবর্তী জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দ্বারস্থ হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত