পাল্টা আক্রমনে জবাব হামাসের - নিহত হয়েছে ১৫ ইসরাইলি সেনা

ইসরাইলের নৃশংস হামলায় প্রান হারিয়েছেন অন্তত ৬৪ বেসামরিক ফিলিস্তিনি

প্রকাশ | ১৯ মে ২০২৪, ১৫:১৭ | আপডেট: ১৯ মে ২০২৪, ১৫:২৯

Desk Report

শনিবার দিবাগত রাতভর গাজার উত্তরাঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়েছে তেল আবিব। এতে অন্তত ৬৪ বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অনলাইন আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় শহরে কামাল আদওয়ান হাসপাতালের পাশে বেশ কয়েকটি বসতবাড়িতে অভিযান চালিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

সেখানে আইডিএফের নৃশংস হামলায়  ৬৪ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া  এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক ফিলিস্তিনি চাপা পড়ে আছেন। ইসরাইলি বাহিনীর অবরোধের ফলে সেখানে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে গাজার উদ্ধারকর্মী দল।

এদিকে গাজা উপত্যকার সর্বদক্ষিণের রাফাহ শহরে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের আক্রমণে অন্তত ১৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। 

ফিলিস্তিনভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল মায়াদিন। 

প্রতিবেদনে বলা হয়, রাফাহ শহরে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ওই দখলদার সেনাদের খতম করা হয়েছে।

এদিন রাফাহ শহরের আল-তানুর এলাকার একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল-কাসসাম ব্রিগেড। ইসরাইলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পরপরই সেটির বিস্ফোরণ ঘটানো হয়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।

হামাস বলেছে, তাদের আক্রমণের ফলে শত্রুরা জাবালিয়া এলাকায় তাদের অবস্থান একাধিকবার পরিবর্তন করতে বাধ্য হয়েছে।