বিশ্বের বয়স্ক হাতির মৃত্যু

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৯

সাহস ডেস্ক

বিশ্বের সবচেয়ে বয়স্ক হাতির মধ্যে অন্যতম ‘ইন্দিরা’ ৩১ জানুয়ারি (মঙ্গলবার) সে মারা গেছে। মৃত্যুকালে ভারতের কর্ণাটক প্রদেশের এলিফ্যান্ট ক্যাম্পের এই হাতির বয়স হয়েছিল ৮৫ থেকে ৯০ বছর। 

১৯৬৮ সালে ইন্দিরা নামে ডাকা এই হাতিকে স্থানীয় একটি বন থেকে ধরা হয়। তারপর থেকে সে ক্যাম্পেই ছিল।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল প্রাণিটি, খাওয়া-দাওয়া ঠিক মতো করতে পারতো না বলে ক্যাম্পের চিকিৎসকরা জানিয়েছেন। মূলত, হাতি ৭০ বছর পর্যন্ত বাঁচে। 

এর আগে ২০০৩ সালে ৮৬ বছর বয়সী এক হাতির মৃত্যুর খবর মেলে; যা ছিল সবচেয়ে বয়স্ক। যদিও কর্ণাটকে ইন্দিরার বয়সী আরও একটি হাতি জীবিত আছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত