বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১১:৩৯

সাহস ডেস্ক

আজ সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। হঠাৎ এই বৃষ্টিতে নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়।
 
বুধবার (২৬ অক্টোবর) বিকেল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ এর প্রভাব বাংলাদেশের উপকূলে কিছুটা পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও আবহাওয়াবিদরা বলছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর থেকেই আকাশ মেঘলা ছিল। সঙ্গে ছিল মৃদু কনকনে হাওয়া। সকাল থেকেই বৃষ্টি। আর এর ফলে তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল থেকে বৃষ্টির কারণে অনেকেই ঠিক সময়ে বাসা থেকে বের হতে পারেননি। সড়ক ও ফুটপাতের ছিন্নমূল মানুষ পড়েছে বেশি বিপাকে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশে কার্তিক মাসে কোথাও কোথাও স্বল্প বৃষ্টি হয়। গুঁড়ি গুঁড়ি এই বৃষ্টি শীতের আমেজ নিয়ে আসে। এই বৃষ্টির কারণে শীতের প্রকোপ বাড়ে।

রাজধানীতে আজ কতটুকু বৃষ্টি হয়েছে, তার সঠিক হিসাব তাৎক্ষণিকভাবে দিতে পারেনি অধিদপ্তর। তবে এই বৃষ্টির পর তাপমাত্রা কমে যাবে ও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি বেশি মাত্রায় হবে না। তবে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত