রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৭:৫২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বর্ণিল আয়োজনে শুরু হলো তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রামীণ লোকজ ঐতিহ্য নৌকা বাইচ খেলা দেখতে বাঁকখালী নদীর দুই তীর মুখরিত করে তোলে অসংখ্য আবাল-বৃদ্ধ-বণিতা। এবারের প্রতিযোগিতায় সদর ও রামু উপজেলার ২৬টি নৌ দল অংশ নিচ্ছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ২টায় রামু তেমুহনী ষ্টেশনের পূর্বপাশে বাঁকখালী নদীতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ সাইমুম সরোয়ার কমল। 

তিনি বলেছেন, সাহিত্য-সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যে ভরপুর পর্যটন শহর কক্সবাজার-রামু। গ্রামীণ লোকজ ঐতিহ্যের খেলা নৌকা বাইচ। শত বছর আগে রামুর বাঁকখালী নদীতে রাখাইনরা নৌকা বাইচ খেলা শুরু করেন। কালক্রমে এ খেলা আমাদের ক্রীড়া-সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। লোকজ ঐতিহ্যের এ খেলাগুলো ধরে রাখতে সরকার পৃষ্টপোষকতা করে যাচ্ছে।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাজাহান আলি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবাইদুল হক, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর। 

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম, মহাসচিব আবুল বশর মেম্বার ও কো-চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন বলেন, নৌকা বাইচ রামুবাসীর ক্রীড়া ঐতিহ্যের অংশ। পুরোনো দিনের জনপ্রিয়তার ধারাবাহিকতা রক্ষা করতে এ প্রতিযোগিতা আয়োজন অব্যাহত রাখা হবে।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে ৩৫ পাড়ি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কক্সবাজার সদর ও রামু উপজেলার ২৬টি নৌ দল অংশ নিচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত