মাওয়ায় সফরে সেতুমন্ত্রী

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৬

সাহস ডেস্ক

আকস্মিক সফরে নতুন বছরের পদ্মা সেতুর স্প্যান পিলারের ওপরে স্থাপন কাজের অগ্রগতি দেখতে গেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টায় পদ্মা সেতু প্রকল্পের মাওয়া প্রান্তে তিনি এ সফর করেন। 

ইতোমধ্যেই মাওয়া প্রান্তে তিনটি স্প্যান পৌঁছেছে। এর মধ্যে একটি স্প্যান সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে পিলারের ওপর স্থাপনের জন্য। বাকি দুটি সংযোজনের কাজ চলছে। একটি স্প্যান চীন থেকে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। আরও ৭টি স্প্যান চীনে তৈরি হয়েছে বাংলাদেশ আসার জন্য। সর্বমোট ৪১টি স্প্যান দিয়ে তৈরি হবে পদ্মা সেতু।

এবিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন জানান, নতুন বছরের স্প্যান পিলারের ওপরের স্থাপন কাজের অগ্রগতি দেখতে আসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি সেতুর অভ্যন্তরীণ কাজসমূহ নিয়েও আলোচনা করেন।

এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি বাবু সুকুমার রঞ্জন ঘোষ, নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী ও প্রজেক্ট ম্যানেজার দেওয়ান আব্দুল কাদের ও আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের ৩৯ শতাংশ শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত