আজ বান্দরবান মুক্ত দিবস

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৬, ১১:৩১

সাহস ডেস্ক

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় পার্বত্য জেলা বান্দরবান।

এ দিনে জেলা শহরে পানি উন্নয়ন বোর্ডের অফিসটিতে প্রথম বিজয়ের পতাকা উড়িয়েছিল মুক্তিযোদ্ধারা। তৎকালীন মহুকুমা প্রশাসক আবদুর শাকুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

দেশের অন্য স্থানের মত বান্দরবানে বড় ধরনের যুদ্ধ না হলেও রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্যানাইজু পাড়ায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন মুক্তিযোদ্ধা টিএম আলী।

রাজাকাররা বালাঘাটার কাছে চড়ই পাড়া এলাকায় আলী আহম্মদ, কাশেম আলীসহ তিনজনকে হত্যা করে। এ ছাড়া কোর্ট দারগা মনমোহন ভট্টচার্য ও তার শিশু সন্তান রতনকেও মেঘলা এলাকায় নিয়ে হত্যা করে রাজাকাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত