নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় সোমবার

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:০২

সাহস ডেস্ক

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।

আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) প্রায় দীর্ঘ আড়াই বছর বিচারকাজ চলার পর রায় ঘোষণা হতে যাচ্ছে আলোচিত সাত খুন মামলার।

যেসব আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন হলেন র‌্যাবের অবসরে পাঠানো সেনা কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এমএম রানা। এ তিনজনই মূলত সাত খুনের শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত।

হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম দায় স্বীকার করেন অপহরণ, হত্যা ও গুমের মিশনে নেতৃত্ব দেওয়া রানা। ২০১৪ সালের ১৭ মে ভোরে ঢাকা সেনানিবাসের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এম এম রানাকে। পরে কয়েক দফা রিমান্ডে নেওয়ার পর রানা স্বীকারোক্তি দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত