রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৮:৪৫

সাহস ডেস্ক

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ চলতি বছরে জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

আগামী রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। রবিবার বিকেল ৪টায় বসছে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। গত ৩ জানুয়ারি রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিধি অনুযায়ী, প্রতিবছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেই ধারাবাহিকতায় এ বছরের প্রথম বা শীতকালীন অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন তিনি। এর পর অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত