নেত্রকোনায় ৪ মানবতাবিরোধী অপরাধীর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:২৩

সাহস ডেস্ক

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার মোঃ খলিলুর রহমানসহ (৭২) চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অন্য আসামিরা হলেন- আজিজুর রহমান (৬৫), আশক আলী (৮২) এবং মোঃ শাহনেওয়াজ (৮৮)।

৩০ জানুয়ারি (সোমবার) সকালে রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান তদন্তকারী অফিসার সানাউল হক।

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান বলেন, মামলার আসামি ছিলেন ৫ জন। কিন্তু একজন মারা যাওয়াই এখন আসামি ৪ জন। এদের মধ্যে তিন জন আটক আছেন।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে ২২ জনকে হত্যা, ১ জনকে ধর্ষণ, ১৪/১৫ বাড়িতে লুট, ৭ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

আব্দুল হান্নান বলেন, ৫৪৬ পাতার চার ভলিউমের প্রতিবেদন আজ  প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত