‘নারী পীর’ বলেই কী গলা কেটে হত্যা?

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ২০:২৮

সাহস ডেস্ক

রাজধানীতে গলা কেটে যে নূরজাহান বেগমকে (৭২) হত্যা করা হয়েছে তাকে এলাকার লোকজন পীর হিসেবে জানেন।

স্থানীয় ব্যক্তিরা তাকে ‘পাগলি মা’ ও ‘খ্যাতা পাগলি’ বলে সম্বোধন করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।

পুলিশের ধারণা, ওই নারীর সোনার গয়না লুটের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে এর আগে রাজধানীর বাড্ডায় খিজির খানকে তার খানকায়, চট্টগ্রামে ল্যাংটা ফকিরের মাজারে দুজনসহ গত কয়েক বছরে জঙ্গিরা মাজার-খানকায় আরও কয়েকজনের গলা কেটেছে। তাই দারুস সালামের ঘটনাটিও ওই রকম কিছু কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

গত রবিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন সিটিপল্লীর একটি টিনের ঘর থেকে নূরজাহান বেগমের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত