দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের পরামর্শ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪২

সাহস ডেস্ক

চার বিশিষ্ট নাগরিক সাহসী ও দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন।

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ০১ ফেব্রুয়ারি (বুধবার) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক চাপ উপেক্ষা করে গ্রহণযোগ্য নির্বাচন করাটা বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি, সার্চ কমিটি সবার কাছে গ্রহণযোগ্য ইসি গঠনে সক্ষম হবে।’

বৈঠকে অংশগ্রহণকারী অন্য তিনজন হলেন- প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

বৈঠকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদের অংশগ্রহণের কথা থাকলেও তার বিরুদ্ধে প্রতারণার মামলা বিচারাধীন থাকায় গতকাল তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।

আগমীকাল বিকেল ৪টায় একই স্থানে সার্চ কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের এ তথ‌্য জানান।

আগামীকাল বিকেলে এই জাজেস লাউঞ্জেই আবার বসবেন সার্চ কমিটির ছয় সদস‌্য। এর আগে ইসি গঠনে গত ৩০ জানুয়ারি জাজেস লাউঞ্জে দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত