৫ রাজাকারের বিচার শুরু

প্রকাশ : ০৮ মার্চ ২০১৭, ১৮:৫৩

সাহস ডেস্ক

যুদ্ধাপরাধ মামলায় পটুয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। তারা হলেন- ইসহাক, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল বা মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। তাদের বিরুদ্ধে একাত্তরে পটুয়াখালীতে আটকে রেখে নির্যাতন, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়।

৮ মার্চ (বুধবার) বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন আসামিপক্ষে আইনজীবী ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান।

২০১৬ সালের ১৩ অক্টোবর একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে যুদ্ধাপরাধে জড়িত হওয়ার অভিযোগ এনে ওই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল পটুয়াখালীর এই পাঁচ ‘রাজাকারের’ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সবাইকে গ্রেপ্তার করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

প্রথম অভিযোগ: আটক ও নির্যাতনের পর ১৭ জনকে ধারাবাহিকভাবে হত্যা।

দ্বিতীয় অভিযোগ: ধর্ষণ ও গণহত্যা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত