জঙ্গিবিরোধী অভিযানে হতাহতের ঘটনায় মামলা

প্রকাশ : ২৭ মার্চ ২০১৭, ১২:২৩

সাহস ডেস্ক

সিলেটের আতিয়া মহলের জঙ্গি বিরোধী অভিযানে হতাহতের ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

নগর পুলিশের মোগলাবাজার থানার এসআই শিপলু চৌধুরী বাদী হয়ে সোমবার ভোর রাতে এই মামলা দায়ের করেন। মামলা নং-৭।

মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গত শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে শুরু হওয়া অভিযান নিয়ে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতিয়া মহল থেকে আধা কিলোমিটার দূরে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং চলাকালে পাঠানপাড়া এলাকার জামে মসজিদের কাছে  দুদফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। আহত হন র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধানসহ অন্তত ৫০ জন। 

এরপর অভিযান চলাকালে রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় দুই জঙ্গি নিহত হয়। আজ সোমবার (২৭ মার্চ) চতুর্থ দিনের মতো অভিযান চলছে। থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত