‘অপারেশন হিটব্যাক’ শুরু

প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১১:০৮

সাহস ডেস্ক

মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান শুরু করেছে পুলিশের বিশেষ বাহিনী কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা।

২৯ মার্চ (বুধবার) রাত ৮টায় মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ শাখা এসবির অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক জানান, সন্ধ্যার পর থেকে ‘অপারেশন হিটব্যাক’ শুরু হয়েছে।

ফতেপুরের ওই বাড়ির সামনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যানবাহন রাখা হয়েছে। আর বড়হাট এলাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে। 

সন্ধ্যার কিছুটা আগে সোয়াট সদস্যরা ফতেপুরে আসেন। সন্ধ্যার পর থেকে সেখানে গুলি ও বোমার শব্দ শোনা যায়। তবে রাত সোয়া ৮টার পর সেখান থেকে আর কোনো শব্দ শুনতে পাননি তারা। 

সকাল ৭টার দিকে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এক দল পুলিশ ওই বাড়িতে ঢোকার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারা হয়। পুলিশ পিছনে এসে গুলি ছুড়ে। এরপর থেকে ভেতর থেকে কয়েক দফা গুলি ও বোমা ছোড়া হয়েছে।

এদিকে বড়হাট সন্দেহজনক জঙ্গি আস্তানা নির্মাণাধীন তিনতলা ভবন পুলিশ ঘেরাও করে রেখেছে। এই এলাকা দিয়ে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত