বিস্ফোরণে আহত র‍্যাবের গোয়েন্দা প্রধান আর নেই

প্রকাশ : ৩১ মার্চ ২০১৭, ১০:২৬

সাহস ডেস্ক

সিলেটে শিববাড়ির পাঠানপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান এর সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ আর নেই। 

র‍্যাবের মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, আবুল কালাম আজাদের ১ম নামাজে জানাজা জুমার নামাজের পর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা র‍্যাব সদর দফতরে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। 

প্রসঙ্গত, সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে শনিবার সন্ধ্যার পর কাছের এলাকায় বিস্ফোরণে আহত হন আজাদ। ওই বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।

সেনা কর্মকর্তা আজাদকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে আনার পরদিন সিঙ্গাপুরে পাঠানো হয়।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজাদকে। দুদিন পর চিকিৎসকদের পরামর্শেই তাকে ফিরিয়ে আনা হয় বলে মুফতি মাহমুদ জানিয়েছিলেন।

বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা আনার পর ফের সিএমএইচে নেওয়া হয় তাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত