দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে গরু ও অর্থ বিতরণ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৭, ১১:৪৭

শামসুজ্জোহা পলাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর সড়ক দুর্ঘটনায় বড় বলদিয়া গ্রামের নিহত ১৩ জনের পরিবারের মাঝে বাছুর গরু ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক বিশিষ্ট ব্যাবসায়ীর আর্থিক সহায়তায় দামুড়হুদা মডেল থানার আযোজনে মঙ্গলবার সকাল ১১টায় থানা চত্বরে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিহতদের প্রত্যক পরিবারের হাতে ১টি করে বাছুর গরু নগদ টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, এ এস পি সার্কেল (দামুড়হুদা-জীবননগর) কলিম উল্লা, এএসপি (প্রবি) আরিফুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খাঁন, ওসি তদন্ত এমদাদুল হক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, ত্রান কমিটির সভাপতি পারকৃষ্ণপুর-মদনা ইউপির সদস্য বরকত আলী।

উল্লেখ্য, গত ২৬ মার্চ দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের ২৫ জন ইটভাটা শ্রমিক আলমসাধু যোগে আলমডাঙ্গা ইটভাটায় কাজ করতে যাওয়ার সময় সকাল সাড়ে ৬টার দিকে জেলার দামুড়হুদা উপজেলা জয়রামপুর স্কুল বটতলা নামক স্থানে বালুভর্তী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জন মারা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত