চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:৫৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন আইন’১৭ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার মটর শ্রমিক ও মালিকদের বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়।

এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাস মালিক সমিতি সভাপতি আ্যাড. লুৎফর রহমান, ট্রাক মালিক সমিতি সভাপতি আমিনুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, শ্রমিক নেতা আব্দুস সালাম, কবির হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।

বক্তরা মালিক শ্রমিক উভয়ের স্বার্থের পরিপন্থী ‘সড়ক পরিবহন আইন-১৭’ এর  ধারাসমূহ সংশোধন ও বাতিলের দাবি জানান।

তারা বলেন, এধরনের আইন উন্নত দেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশে এটি বাস্তবায়নের মত পরিবেশ এখনও সৃষ্টি হয়নি।

তারা সড়কে ওজন স্কেলের নামে চাঁদাবাজী বন্ধ, সহজ কিস্তিতে ড্রাইভারদের লাইসেন্স প্রদান, সড়ক মহাসড়কে অবৈধ যানচলাচল বন্ধ, মোটরযানের সাইড আ্যঙ্গেল-হুক খুলে ফেলার নির্দেশ বাতিলের দাবি জানান।

বক্তরা দাবি আাদয়ে কেন্দ্রীয় ঐক্য পরিষদ ঘোষিত ১০ দফা কর্মসূচী পালনের ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত