চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:৫৭

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী শিকারী গ্রাম থেকে সোমবার সকালে সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের এরফান আলীর ছেলে।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে ভারতে গরু আনতে গিয়ে ২০১/৯-আর পিলারের নিকট বাংলাদেশী গিলাবাড়ী সীমান্তের ওপারে আদমপুর বিএসএফ ক্যাম্প সদস্যদের গুলিতে গরু ব্যবসায়ী সাইদুল নিহত হয়েছেন বলে স্থানীয়রা ও পুলিশ নিশ্চিত করেছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, ওই সীমান্তে কাঁটাতারের বেড়ার নিকট বিএসএফ’র গুলিতে সাইদুল নিহত হয়েছেন।

তিনি জানান, এঘটনায় নিহতের পিতা মামলা করেছেন। মামলায় বিএসএফ’র গুলিতে সাইদুলের নিহত হবার বিষযটি উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এমন খবরও পাওয়া গেছে। তাদের খোঁজ করা হচ্ছে।

সাইদুলের লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।

ময়নাতদন্তকারী চিকিৎসক আয়েশা জুলেখা জানিয়েছেন, মৃতদেহে অসংখ্য ছররা গুলির চিহ্ন রয়েছে।

মঙ্গলবার ওই সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্র জানায়, ভারতে গরু আনতে যাবার সময় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চালালে নিহত সাইদুলের ডান পেটে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসার পর হাঁসপুকুর ত্রী-মোহনী এলাকায় এসে পড়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত