‘নুর হোসেনের জামিন কেন বাতিল করা হবে না’

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ১৯:০২

সাহস ডেস্ক

মানবসেতুর উপর দিয়ে হাঁটা চাঁদপুরের হাইমচর উপজেলার চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারির জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

২৫ এপ্রিল (মঙ্গলবার) বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এ রুল জারি করে। একইসঙ্গে কোন কর্তৃত্ববলে নিম্ন আদালত তাকে জামিন দিয়েছিল তাও জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি হাইমচরের নীল কমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে মানবসেতু করা হয়। ওই সেতুর উপর দিয়ে হেঁটে যান নুর হোসেন পাটোয়ারি। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি এক শিক্ষার্থীর অভিভাবক আবদুল কাদের গাজী মামলা দায়ের করেন। এই মামলায় ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালত ওই চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন। পরে এই জামিন আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা দায়ের করেন মামলার বাদী। আজ হাইকোর্ট ওই রিভিশনের উপর শুনানি নিয়ে রুল জারি করে। আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট শাহারিয়া কবির বিপ্লব ও মোহাম্মদ সরোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত