লক্ষ্মীপুরে ভিজিএফ’র চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৭, ১৯:১৪

লক্ষ্মীপুরের কমলনগর পাটারিহাট ইউনিয়নের ভিজিএফ’র চাল না পেয়ে বিক্ষোভ করেছে জেলেরা। এ সময় চেয়ারম্যানের লোকদের সাথে জেলেদের হাতাহাতির ঘটনায় ৪ জন আহত হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় পাটারীহাট ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে।

জেলেরা জানান, প্রকৃত জেলেদেরকে চাল বিতরণ না করে আত্মীয়-স্বজন এবং পছন্দের লোকদের মধ্যে চাল বিতরণ করেছে চেয়ারম্যান। এর প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজন নিয়ে আক্রমন করে। এসময় মনির, মোছলেহ উদ্দিন, নবী মাঝি, আনিছ মাঝি আহত হয়।

যুবলীগ নেতা মঞ্জু, পাটারীহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সরোয়ার ও মনির জানান, প্রকৃত জেলেদেরকে বাদ দিয়ে চেয়ারম্যানের পছন্দের লোকদের টোকেনের মাধ্যমে চাল বিতরণ করছেন।

ট্যাগ অফিসার এটিএম এহসানুল হক চৌধুর জানান, আমি একজন প্রতিনিধি পাঠিয়েছি। ওখানে ঝামেলা হওয়া চাল বিতরণ বন্ধ করেছি।

পাটারিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন রাজু বলেন, এই ইউনিয়নে ৩৬২৬ জন জেলের কার্ড হয়েছে কিন্তু বরাদ্দ পেয়েছি ১৪৬২ জন। ১৪৬২ জনের মধ্যে চাল বিতরণ চলছে যারা তালিকা নাই তারা এসে এ ঝামেলা করছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, জাল বিতরণে অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত