খুলনায় গৃহবধূ হত্যায় ২ ব্যক্তির মৃত্যুদণ্ড

প্রকাশ : ১১ মে ২০১৭, ১৭:২২

সাহস ডেস্ক

খুলনায় রাজিয়া সুলতানা দীপা (১৯) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী ও এক আত্মীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় স্বামী মো.লিটু মোল্লা (৩০) আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী মজিদ হাওলাদার পলাতক।

খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলায়মান বৃহস্পতিবার (১১ মে) এ রায় ঘোষণা করেন।

মামলার নথিতে বলা হয়, খুলনার খালিশপুরের বাবার বাড়ি থেকে ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় লিটু ও মজিদের সঙ্গে গোপালগঞ্জে শ্বশুর বাড়িতে ফিরছিলেন দীপা। পথে তারা দীপাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন তার লাশ রূপসা সেতু এলাকার জাবুসার বিল থেকে উদ্ধার করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ জানান, সংবাদপত্রে দীপার লাশের ছবি দেখে ২৫ ফেব্রুয়ারি তার বাবা হারুন অর রশিদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন। পরে রূপসা থানার ওসি মো.আজমল হোসেন বাদী হয়ে লিটু ও মজিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে রুপসা থানার এসআই মাহফুজ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত