রমজানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত চলবে : শিল্পমন্ত্রী

প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৮:১১

সাহস ডেস্ক

রমজানে প্রতিদিনই সারা দেশে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ মঙ্গলবার (২৩ মে) সকালে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী এ কথা জানান।

আমু জানান, রাজধানীতে প্রতিদিন চারটি করে এবং জেলা শহরগুলোতে কমপক্ষে একটি করে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

এ ছাড়া বাজারে সনদপ্রাপ্ত বিভিন্ন পণ্যের গুণগত মান ঠিক আছে কি না, সে বিষয়েও বিএসটিআইএর নজরদারি থাকবে বলে জানানো হয়।

সব ধরনের ফলে ফরমালিন দেওয়া বন্ধ হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, অন্য কোনো ক্ষতিকারক কেমিকেল ফলে দেওয়া হচ্ছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত