দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন সাক্কু

প্রকাশ : ২৪ মে ২০১৭, ১২:৩৪

সাহস ডেস্ক

দুদকের দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। 

আজ বুধবার (২৪ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন সাক্কুর আইনজীবী।

অন্যদিকে, মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেছেন আদালত। পাশাপাশি মামলাটি বিশেষ জজ-৮ বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল কুসিক মেয়র মনিরুল ইসলাম সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে ৯ মের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা গেল কিনা- এ সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দিতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়ে, ২০০৮ সালের ৭ জানুয়ারি তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাক্কুর বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারি পরিচালক শাহিন আরা মমতাজ।

মামলার অভিযোগে আরও বলা হয়, আসামি এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের হিসাব গোপন করে এবং ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে। গত বছরের ৪ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা নূরুল হুদা আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত