রামগতিতে বাজার ব্যবসায়ীদের ধর্মঘট

প্রকাশ : ২৫ মে ২০১৭, ১১:৪৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী, চর আলগী, চর আবদুল্যাহ ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তি সহিংসতার প্রতিবাদে ধর্মঘটের আহ্বান করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ী নেতারা। উপজেলার রামগতি বাজারের সকল ব্যবসায়ী তাদের দোকান বন্ধ রেখে এ ধর্মঘট পালন করছেন।

এর আগে রাত সাড়ে ১০টায় উপজেলার রামগতি বাজারে নির্বাচনী সহিংসতা বন্ধে ও বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় ব্যবসায়ীরা। এতে রামগতি বাজারের প্রায় ১’শ ব্যবসায়ী এ প্রতিবাদ মিছিলে অংশ নেন।

ব্যবসায়িরা জানান, সাধারণ নির্বাচন ও ফলাফল শেষ হয়ে গেলেও শেষ হয়নি নির্বাচনী সহিংসতা, বাজারে এ ধরনের পরিস্থিতি হলে আমরা ব্যবসা-বাণিজ্য চালাবো কি করে। বাজারের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছি। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এ ধর্মঘট অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত