শাহ আমানতে যাত্রীর অন্তর্বাস থেকে স্বর্ণবার উদ্ধার

প্রকাশ : ২৯ মে ২০১৭, ১০:৪২

সাহস ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাস থেকে দুটি স্বর্ণবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এ সময় আটক করা হয়েছে ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীরকে (৩১)।

রবিবার (২৮ মে) রাত পৌনে ৯টায় ওমান এয়ারের একটি ফ্লাইটে করে মাসকাট থেকে চট্টগ্রামে আসেন আলমগীর। তারপরই তার দেহ তল্লাশি করে এই স্বর্ণবার উদ্ধার করা হয়।

রবিবার (২৮ মে) রাতে শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আলমগীর স্বর্ণ বহন করছেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর দেহ তল্লাশি করে তার অর্ন্তবাস থেকে এই স্বর্ণবার উদ্ধার করা হয়।

আটক স্বর্ণের ওজন ২৩৩ গ্রাম, যার মূল্য ১০ লাখ টাকা হতে পারে উল্লেখ করে বার্তায় জানানো হয়েছে, এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত